রাজবাড়ীতে উন্নত জাতের হাঁস ও খাদ্য বিতরণ: “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” স্লোগানে প্রাণিসম্পদ উন্নয়ন কর্মসূচি

রাজবাড়ীতে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” স্লোগানকে সামনে রেখে ১১৩ জন খামারির মাঝে উন্নত জাতের হাঁস এবং হাঁসের খাদ্য বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সদর উপজেলার জৌকুড়া ধাওয়াপাড়া ফেরিঘাট এলাকায় বরাট, চন্দনী ও খানগঞ্জ ইউনিয়নের খামারিদের জনপ্রতি ২১টি উন্নত জাতের হাঁস ও ৭৫ কেজি করে হাঁসের খাদ্য প্রদান করা হয়।
প্রকল্পের পরিচালক ডা. মো. আব্দুর রহিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস। সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উমর ফারুক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
ডা. আব্দুর রহিম জানান, নদীবিধৌত চরাঞ্চলের মানুষের জীবনমান ও আয় বৃদ্ধির লক্ষ্যে গৃহপালিত পশুপাখি পালন ও প্রশিক্ষণ মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এতে পুষ্টির চাহিদা পূরণ এবং পরিবারের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে।
সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পটি মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার চরাঞ্চলে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আপনার মতামত লিখুন