যশোরে বিএসটিআই চাঁচড়া ডাল মিল কার্যালয়ে ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কোটি টাকার ঘুষ বাণিজ্যে জড়িত উপপরিচালক

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৬:১১ অপরাহ্ণ
যশোরে বিএসটিআই চাঁচড়া ডাল মিল কার্যালয়ে ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কোটি টাকার ঘুষ বাণিজ্যে জড়িত উপপরিচালক

যশোরের বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) চাঁচড়া ডাল মিল কার্যালয়ে উপপরিচালক প্রকৌশলী আসলাম শেখের নেতৃত্বে ঘুষ ও দুর্নীতির অভিযোগ তীব্র হয়ে উঠেছে।

সরকার নির্ধারিত ৩১৫টি পণ্যের রাসায়নিক ও গুণগত মান পরীক্ষার কাজে অংশগ্রহণকারী ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন গড়ে ২ থেকে ৩ লাখ টাকা ঘুষ আদায়ের কথা জানা গেছে, যা মাস শেষে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকায় পৌঁছায়। কখনো কখনো এই অঙ্ক ১ কোটি টাকারও বেশি হয়।
ঘুষ না দিলে ব্যবসায়ীদের পরীক্ষার ছাড়পত্র দেওয়া বিলম্বিত হয় অথবা ইচ্ছাকৃতভাবে নেগেটিভ রিপোর্ট প্রদান করা হয় বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানিকৃত খাদ্যপণ্য ও রাসায়নিক দ্রব্যের পরীক্ষায় মোটা অঙ্কের ঘুষ নেওয়া হয়।
স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, ঘুষ না দিলে তাদের পণ্য ছাড়পত্র পায় না, আর টাকা দিলে গুণগত মান যাচাই ছাড়াই অযাচিত ছাড়পত্র দেওয়া হয়, যা সরকারের রাজস্ব ক্ষতির কারণ হচ্ছে।
উপপরিচালক আসলাম শেখের দুর্নীতির বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করলেও এখনও কার্যকর ব্যবস্থা গ্রহণ হয়নি। বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল দ্রুত তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।