জামালপুরের মেষ্টা ইউপি চেয়ারম্যান নাজমুল হক বাবু নাশকতা মামলায় গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৬:১২ অপরাহ্ণ
জামালপুরের মেষ্টা ইউপি চেয়ারম্যান নাজমুল হক বাবু নাশকতা মামলায় গ্রেপ্তার

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক বাবুকে নাশকতা মামলায় জামালপুর সদর থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

সোমবার সন্ধ্যায় জামালপুর শহরের পাঁচরাস্তা এলাকার একটি হোটেল থেকে তাকে আটক করা হয়।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, ১৭ বছর ধরে ইউনিয়নে ক্ষমতার অপব্যবহার, একক আধিপত্য বিস্তার এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বজনপ্রীতি চালানোর।
এই কারণেই তার ইউনিয়ন পরিষদের ১২ জন সদস্য বিক্ষুব্ধ হয়ে সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তার বিরুদ্ধে অনাস্থা প্রদান করেছেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সল মোহাম্মদ আতিক বলেন, “নাশকতা ও রাজনৈতিক প্রেক্ষাপটে দায়ের করা মামলায় মেষ্টা ইউপি চেয়ারম্যান নাজমুল হক বাবুকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।”