কুষ্টিয়ার দৌলতপুর পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ে ২০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৬:১৫ অপরাহ্ণ
কুষ্টিয়ার দৌলতপুর পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ে ২০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও ফুল তুলে দেওয়া হয়। এতে তাদের কৃতিত্ব স্বীকৃতির পাশাপাশি ভবিষ্যতের পথচলায় উৎসাহ প্রদান করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফিলিপনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ খাজা আহমেদ। এছাড়া শিক্ষকদের, অভিভাবক ও স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিও ছিল।

প্রধান অতিথি মো. সিরাজুল ইসলাম বলেন, “আজকের কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবেন। তারা শুধু নিজেদের নয়, পুরো এলাকার নাম উজ্জ্বল করেছেন। এই সফলতা সবার সম্মিলিত প্রচেষ্টার ফল।”

বিশেষ অতিথি মুহাম্মদ খাজা আহমেদ ঘোষণা দেন, “জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে আমি তাদের জন্য ব্যক্তিগতভাবে বিশেষ বৃত্তির ব্যবস্থা করব। তবে শুধু ভালো রেজাল্ট নয়, চরিত্রবান ও দ্বীনি মূল্যবোধসম্পন্ন হয়ে আল্লাহর সন্তুষ্টির পথে চলতে হবে। আখিরাতের সফলতাও জরুরি।”

অনুষ্ঠানে অভিভাবকরা সন্তানের কৃতিত্বে খুশি প্রকাশ করেন এবং বিদ্যালয়ের শিক্ষক ও কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। বক্তারা বলেন, শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের সহযোগিতা মিলেই এই সাফল্যের ভিত্তি গড়ে উঠেছে।