রাজনগরে দুই পক্ষের সংঘর্ষে আতঙ্ক, এয়ারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের প্রেমনগর গ্রামে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের পর যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি এয়ারগানসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। মঙ্গলবার বিকেলে শুরু হওয়া এই সংঘর্ষে একপক্ষ অস্ত্র প্রদর্শন করলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মৌলভীবাজার সেনা ক্যাম্প থেকে মেজর জি. এম. হাসান শাহরিয়ার জিন্নাহর নেতৃত্বে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের হস্তক্ষেপে সংঘর্ষ থেমে যায়। এতে অন্তত ১২ জন আহত হন এবং তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। পরবর্তীতে এলাকায় অভিযান চালিয়ে সংঘর্ষে ব্যবহৃত ১টি এয়ারগান, ২টি দা ও ৬টি বর্শা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো রাজনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনা ক্যাম্প সূত্রে জানানো হয়েছে, রাজনগরসহ আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন