জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ২:০৪ অপরাহ্ণ
জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন

ছাত্র জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপন এবং তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনার অংশ হিসেবে জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেল ৪টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জয়পুরহাট স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, সদর ও বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড় মো. আফজাল হোসেন, রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি মিনহাজুল ইসলাম মানিকসহ আরও অনেকে।

টুর্নামেন্টের মাধ্যমে ক্রীড়া চর্চা ও জেলা যুব সমাজের মধ্যে ঐক্যবদ্ধতা বাড়ানোর পাশাপাশি জনতার গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হবে।