কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে ঝুলন্ত সেতুর পাটাতন ডুবে পর্যটকদের চলাচল বন্ধ

টানা কয়েকদিনের ভারি বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়ে রাঙামাটির পর্যটন শিল্পের অন্যতম আইকন ঝুলন্ত সেতুর পাটাতন ডুবে গেছে।
বর্তমানে পানি উঠার কারণে ঝুলন্ত সেতুর পাটাতনে সাড়ে ৩ থেকে ৪ ইঞ্চির পানি জমে পরেছে, যা পর্যটকদের জন্য চলাচল বন্ধের নির্দেশনায় পর্যটন কর্পোরেশন তাৎক্ষণিকভাবে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ করেছে।
বুধবার সকালে দেখা গেছে, সেতুর বিভিন্ন অংশ পানিতে ডুবে গেছে। নিরাপত্তার কারণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পানি কমলে দ্রুত সেতুটি পুনরায় খুলে দেয়া হবে বলে জানানো হয়েছে।
পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা জানান, “উজান থেকে নেমে আসা পানি বৃদ্ধির কারণে সেতুর পাটাতনে পানি উঠছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাদের নির্দেশে পর্যটকদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।”
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বর্তমানে হ্রদে পানি মজুদ ১০৫.২৬ এমএসএল রয়েছে। যদিও কাপ্তাই হ্রদের সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল, প্রতিবছর পানি এই মাত্রায় এলে ঝুলন্ত সেতুটি পানিতে ডুবে যায়।
দেশ-বিদেশ থেকে আসা পর্যটকেরা ডুবে থাকা সেতু দেখে হতাশার প্রকাশ করছেন। আশা করা হচ্ছে, পানি নেমে গেলে আবারও পর্যটকদের জন্য সেতুটি খুলে দেওয়া হবে।
আপনার মতামত লিখুন