কুড়িগ্রামে ‘২৪ জুলাই শহীদ আশিক স্ট্রিট স্ট্যাম্প’র ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও স্মরণে দোয়া মাহফিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৭:৩৮ অপরাহ্ণ
কুড়িগ্রামে ‘২৪ জুলাই শহীদ আশিক স্ট্রিট স্ট্যাম্প’র ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও স্মরণে দোয়া মাহফিল

কুড়িগ্রামে ২৪ জুলাই শহীদ আশিক স্ট্রিট স্ট্যাম্প নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে এবং জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৫টায় ঘোষপাড়া শাপলা চত্বর সংলগ্ন স্থানে জেলা পরিষদের অর্থায়নে এবং এলজিইডির বাস্তবায়নে নির্মিতব্য স্ট্যাম্পটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুছ হোসেন বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান মিজান, সদর থানার ওসি মো. হাবিবুল্লাহ প্রমুখ।

শহীদ আশিকুর রহমান আশিক ছিলেন কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের বাসিন্দা। ২০২৪ সালের ২৪ জুলাই ‘জুলাই বিপ্লব’ গণআন্দোলনে অংশ নিতে বাড়ি থেকে বের হয়ে কুড়িগ্রামের শাপলা চত্বরে ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ট যুবলীগের সন্ত্রাসী হামলায় আহত হন। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি প্রাণ হারান।
তিনি জুলাই বিপ্লবের একজন সাহসী শহীদ যোদ্ধা হিসেবে স্মরণীয়।