মাধবপুরে মাদক কারবারিকে যৌথবাহিনীর অভিযান থেকে আটক
ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৭:৪০ অপরাহ্ণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিজয়নগর এলাকা থেকে বুধবার ভোররাতে যৌথবাহিনীর অভিযান চালিয়ে মাদক কারবারি ফুয়াদ হোসেন সাকিবকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর ও হবিগঞ্জ আর্মি ক্যাম্পের যৌথ টহলদল তাকে শনাক্ত করে অভিযান পরিচালনা করে।
আটকের সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন ও চার লক্ষাধিক টাকা নগদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ফুয়াদকে মাধবপুরের ধর্মঘর এলাকায় ২৫ বিজিবি’র কমান্ডিং অফিসারের কাছে হস্তান্তর করা হয়।
ওয়ারেন্ট অফিসার সাহেবুর জানান, আটক সাকিবের বিরুদ্ধে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, মারামারি ও নারী নির্যাতনসহ অন্তত ১৫টি মামলা রয়েছে।
আপনার মতামত লিখুন