ফরিদগঞ্জে মাদক ও সামাজিক অপরাধ নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৭:৪২ অপরাহ্ণ
ফরিদগঞ্জে মাদক ও সামাজিক অপরাধ নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া মাদককে সমাজের বড় একটি সমস্যা হিসেবে উল্লেখ করে বলেন, “আজকের আইনশৃঙ্খলা কমিটির সভায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় উঠেছে। আশা করি সবাই মিলে কাজ করে সফলতা অর্জন করতে পারব।” তিনি কিশোর গ্যাংসহ অন্যান্য সামাজিক অপরাধ নির্মূলে জনপ্রতিনিধিসহ সকলের সক্রিয় ভূমিকা নেওয়ার গুরুত্বও তুলে ধরেন।

সভায় ইউএনও বিশেষভাবে কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিয়ে প্রতিরোধে প্রদর্শিত সাহসিকতার প্রশংসা করেন। তিনি বলেন, “মেয়েদের নিজেদের অধিকার রক্ষায় এ ধরনের সাহসিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনার পথ সুগম করবে।”

গণমাধ্যমকর্মীদের ভূয়সী প্রশংসা করে ইউএনও বলেন, “তারা সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রেখে এ ধরনের ঘটনা জনগণের সামনে তুলে ধরেছেন, যা প্রশংসনীয়।”

সভায় সহকারী কমিশনার (ভূমি) এ.আর.এম. জাহিদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমন ভৌমিক, কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, উপজেলা প্রকৌশলী আবরার আহম্মদ, ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান এবং পল্লী বিদ্যুৎ সমিতি-২ ফরিদগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. সাইফুল আলম সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।