ময়মনসিংহে শরীরে ময়লা ছিটিয়ে ৪ লাখ টাকা চুরির দুই বছর পর মূল আসামি গ্রেপ্তার

ময়মনসিংহ নগরীর ছোট বাজার এলাকায় ২০২২ সালের অভিনব চুরির ঘটনায় দুই বছর পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে। ২৯ জুলাই রাজধানীর চকবাজার এলাকা থেকে মো. হান্নান মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকার কোতোয়ালি থানার মৃত আলী মিয়ার ছেলে।
পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার জানান, ২০২২ সালের ৯ নভেম্বর দুপুরে শামছুল আলম নামের এক ব্যক্তি পূবালী ব্যাংক থেকে ৪ লাখ টাকা তুলে জনতা ব্যাংকে লেনদেন শেষে প্রিন্টিং প্রেসের সামনে গেলে তার শরীরে ময়লা ছিটিয়ে দেন অজ্ঞাত কয়েকজন। ময়লা পরিষ্কার করার সময় পাশেই রাখা টাকার ব্যাগ চুরি হয়ে যায়।
প্রাথমিক তদন্তে থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ চূড়ান্ত রিপোর্ট দিতে পারেনি। আদালতের নির্দেশে মামলাটি পিবিআই’র হাতে নেয়া হয়। দীর্ঘ তদন্ত, সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে হান্নানকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে নিজের সম্পৃক্ততা স্বীকার করে এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
পিবিআই জানায়, জনবহুল এলাকায় দিনে-দুপুরে ঘটে যাওয়া এই অভিনব চুরির ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। দীর্ঘ তদন্তের পর অবশেষে প্রকৃত আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
আপনার মতামত লিখুন