জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানোর প্রস্তুতি চলছে: অধ্যাপক আলী রীয়াজ

জুলাই সনদের বিষয়ে প্রথম ও দ্বিতীয় ধাপের সংলাপে যেসব বিষয়ের ওপর রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে, সেগুলো আজ বা আগামীকালকের মধ্যে দলগুলোর কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে দ্বিতীয় ধাপের সংলাপ শেষ করার লক্ষ্য রয়েছে এবং ঐকমত্যের বিষয়গুলো সংযুক্ত করে বৃহস্পতিবারের মধ্যে সনদের নির্ধারিত জায়গায় পৌঁছাতে পারার আশাবাদ ব্যক্ত করেন।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ২১তম দিনের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, রাজনৈতিক দলগুলোর কাছে শিগগিরই জুলাই সনদের খসড়া পাঠানো হবে এবং এ বিষয়ে মন্তব্য জানানোর জন্য আগামীকাল পর্যন্ত সময় দেওয়া হবে।
অধ্যাপক আলী রীয়াজ আরও বলেন, ৩১ জুলাইয়ের মধ্যেই সনদের চূড়ান্ত রূপ দিতে হবে, অন্তত যেসব বিষয়ে ইতিমধ্যেই ঐকমত্যে পৌঁছানো গেছে সেগুলোকে সুস্পষ্টভাবে সনদে অন্তর্ভুক্ত করতে হবে। সংলাপের প্রতিটি ধাপে অর্জিত ঐকমত্যকে গুরুত্ব দিয়েই চূড়ান্ত সনদ প্রণয়নের কাজ এগিয়ে নেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।
আপনার মতামত লিখুন