স্মার্টকার্ড বিতরণ সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হবে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৫৩ পূর্বাহ্ণ
নির্বাচন কমিশন (ইসি) স্মার্টকার্ড বিতরণ ব্যবস্থাপনা সফটওয়্যারের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত সুষ্ঠুভাবে কার্যক্রম সম্পন্ন করতে নেওয়া হয়েছে এবং মাঠ কর্মকর্তাদের এর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ৪ ফেব্রুয়ারি, এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক জাকির মাহমুদ উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা পাঠিয়েছেন, যাতে স্মার্ট কার্ড বিতরণের জন্য নির্ধারিত সফটওয়্যার পুরোপুরি ব্যবহৃত হয়। এছাড়া, ৩১ মার্চের মধ্যে সব অবিতরণকৃত স্মার্ট কার্ড রি-বক্সিং করে এনআইডি মহাপরিচালককে জানাতে বলা হয়েছে।
আপনার মতামত লিখুন