নতুন দল ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে আসছে: উপদেষ্টা নাহিদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:০৩ পূর্বাহ্ণ
নতুন দল ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে আসছে: উপদেষ্টা নাহিদ

শিক্ষার্থীদের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে আলোচনা চলছে গত কয়েকদিন ধরে। এ বিষয়ে জনগণের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে যে, দলটি কবে আত্মপ্রকাশ করবে। এই প্রশ্নের উত্তর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন, ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন দলটি প্রকাশ্যে আসবে, তবে এখনও দলটির নাম চূড়ান্ত হয়নি।

এছাড়া, শোনা যাচ্ছিল যে, ছাত্র উপদেষ্টা পরিষদের কোনো সদস্য উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নতুন দলটির নেতৃত্ব নেবেন। তবে নাহিদ ইসলাম জানিয়েছেন, তারা এখনো পদত্যাগের সিদ্ধান্ত নেননি এবং বোঝার চেষ্টা করছেন, তাদের ভূমিকাটি কোথায় সবচেয়ে বেশি কার্যকর হবে—সরকারের ভেতরে, বাইরে, না মাঠে।

রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা নিয়ে নাহিদ বলেন, ৫ আগস্টের পর বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজ নিজ ব্যানারে সক্রিয় হয়ে উঠেছে, তবে অনেকেই এমন আছেন যারা দলহীন, কিন্তু তাদেরও রাজনৈতিক আকাঙ্ক্ষা রয়েছে। তিনি বলেন, এই শক্তিকে একত্রিত করার জন্য নতুন রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। তিনি আরও বলেন, আগের পরিকল্পনায় ছিল যে, রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে নিয়ে সরকারকে শক্তিশালী করা হবে, তবে এখন সে পরিকল্পনা পুনর্বিবেচনা করা হচ্ছে।