বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর শাখার সদস্য সচিব জেসিনার পদ স্থগিত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৪০ পূর্বাহ্ণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর শাখার সদস্য সচিব জেসিনার পদ স্থগিত।

সাংগঠনিক নীতি লঙ্ঘনের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা শাখার সদস্য সচিব জেসিনা মোর্শেদ প্রাপ্তির পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা কমিটি গঠন সংক্রান্ত কিছু সাংগঠনিক নীতি বহির্ভূত কর্মকাণ্ডের প্রেক্ষিতে তার পদ স্থগিত করা হয়েছে এবং অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

অভিযোগ রয়েছে, ঝিকরগাছা কমিটি গঠন ও পদ বন্টনে আর্থিক লেনদেনসহ অন্যান্য অনিয়মের কারণে জেসিনা মোর্শেদ প্রাপ্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ৫৮ জন নেতা অভিযোগ দায়ের করার পর কেন্দ্রীয় নেতারা তদন্ত শুরু করেন, যার ফলস্বরূপ তার পদ স্থগিত করা হয়।

বিষয়টি নিয়ে যশোরের আহ্বায়ক রাশেদ খান বলেন, তারা চিঠিটি পেয়ে বিষয়টি জানেন এবং পদ স্থগিত করার সিদ্ধান্তের সাথে একমত। ২০২৪ সালের নভেম্বরে ১০১ সদস্যবিশিষ্ট যশোর জেলা কমিটি অনুমোদন করা হয়েছিল, তবে কমিটির মধ্যে নানা অভিযোগ ও বিভেদ সৃষ্টি হয়।