ব্রিটেনের স্বাস্থ্য ব্যবস্থার আদলে সিস্টেম গড়ার পরিকল্পনা করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৫৮ পূর্বাহ্ণ
ব্রিটেনের স্বাস্থ্য ব্যবস্থার আদলে সিস্টেম গড়ার পরিকল্পনা করেছে বিএনপি।

বিএনপি বাংলাদেশে “সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা” গড়ার লক্ষ্যে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) এর আদলে জাতীয় স্বাস্থ্য খাত সংস্কারের রূপরেখা প্রকাশ করেছে। দলটি জানিয়েছে, ক্ষমতায় এলে সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে, যেখানে জনগণ বিনামূল্যে স্বাস্থ্য সেবা পাবে। মঙ্গলবার গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এই রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, বিএনপি “সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা” নিশ্চিত করার জন্য ৩১ দফায় স্বাস্থ্য খাত সংস্কারের প্রস্তাব করেছে। এতে দরিদ্র জনগণের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো, স্বাস্থ্য খাতে জিডিপির ৫% বরাদ্দ, এবং সবার জন্য প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা বলা হয়েছে।

এছাড়া, স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য স্বল্প, মধ্যম, এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে স্বাস্থ্য সেবার মান উন্নয়নের সুপারিশ করা হয়েছে। দলটি দাবি করেছে, ক্ষমতায় এলে তারা এই সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করবে।