২০২৬ সালের ৫৯তম বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা
![২০২৬ সালের ৫৯তম বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা](https://timesbarta.com/wp-content/uploads/2025/02/9e98ef709c5a022e16641f8b21cc7eb9-67a33e699da8d.webp)
এক পর্বের দুই ধাপে দুটি আখেরি মোনাজাতের মাধ্যমে ২০২৬ সালে পৃথকভাবে দুই ধাপে ৫৯তম বিশ্ব ইজতেমা আয়োজনের তারিখ ঘোষণা করেছে শুরায়ি নেজাম বা জুবায়ের পন্থীরা।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় আখেরি মোনাজাতের পর তারা এই তারিখ ঘোষণা করেন। শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন, ২০২৬ সালের বিশ্ব ইজতেমার প্রথম ধাপ অনুষ্ঠিত হবে ২, ৩, ৪ জানুয়ারি এবং দ্বিতীয় ধাপ হবে ৯, ১০, ১১ জানুয়ারি।
এর আগে টঙ্গীর তুরাগতীরে হেদায়েতি বয়ানের পর শুরায়ি নেজামের বিশ্ব ইজতেমা শান্তি ও কল্যাণ কামনার মধ্য দিয়ে শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের তাবলিগ জামাতের আমির ও শুরায়ি নেজামের মুরব্বি মাওলানা জোবায়ের। মোনাজাতের সময় তুরাগতীর “আমিন, আল্লাহুম্মা আমিন” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। লাখো মুসল্লি অশ্রুসিক্ত নয়নে মহান আল্লাহর সন্তুষ্টি কামনায় প্রার্থনা করেন।
সরেজমিন দেখা যায়, ইজতেমা ময়দানে তিল ধারণের ঠাঁই নেই। জায়গা না পেয়ে মুসল্লিদের অবস্থান নিতে হয়েছে আশপাশের সড়ক ও বাড়ির ছাদে। কয়েক লাখ মানুষের সমাগমে শিল্পনগরী টঙ্গী পরিণত হয়েছে এক বিশাল ধর্মীয় নগরীতে।
আপনার মতামত লিখুন