নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জের একটি চাইনিজ রেস্টুরেন্টে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া, মাশুকুল ইসলাম রাজীব, শরীফ আহম্মেদ টুটুল এবং সদস্য মো. গিয়াস উদ্দিন।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এই সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আহ্বায়ক মামুন মাহমুদ জানান, এটি ছিল মূলত পরিচিতিমূলক সভা, যেখানে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ১০টি ইউনিট কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আরেকটি সভা হবে।
তিনি আরও জানান, সারাদেশে বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম চলছে, তবে নারায়ণগঞ্জে এখনো শুরু হয়নি। ২০১৭ সালে যারা সদস্য হয়েছিলেন, তারাই নতুন করে সদস্যপদ নবায়ন করতে পারবেন। তবে যারা মারা গেছেন, দল ত্যাগ করেছেন বা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, তারা সদস্যপদ নবায়ন করতে পারবেন না।
নবগঠিত কমিটি দ্রুত সময়ের মধ্যে নারায়ণগঞ্জ শহরে একটি আনন্দ র্যালি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে আরও সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান কমিটির আহ্বায়ক।
কমিটি বর্ধিত করার বিষয়ে কেন্দ্রীয় নির্দেশনার অপেক্ষায় রয়েছে বলেও জানান মামুন মাহমুদ। তিনি বলেন, কেন্দ্র থেকে কোনো নির্দেশনা পাওয়া গেলে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
আপনার মতামত লিখুন