ধানমন্ডির শেখ হাসিনার বাসভবন সুধা সদনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০৭ অপরাহ্ণ
ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার পর কয়েকজন ব্যক্তি এই আগুন ধরায়, যার পরিপ্রেক্ষিতে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের জন্য পাঠানো হয়।
স্থানীয় নিরাপত্তারক্ষীরা জানান, রাত সাড়ে ১০টার পর ১০–১২ জন যুবক সুধা সদনে আগুন দেয়। আগুন ছড়িয়ে পড়লে বিদ্যুৎ ও গ্যাসের কর্মীরা সংযোগ বন্ধ করেন এবং আশপাশের বাসিন্দারা পানির সাহায্যে নিচতলার আগুন কিছুটা নেভাতে সক্ষম হন। রাত ১২টার দিকে ভবনের বিভিন্ন তলায় আগুন দেখা যায়।
এর আগে, বিকেলে ধানমন্ডি ৩২ নম্বর ভবনটি গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় এবং সন্ধ্যায় বিক্ষোভকারীরা সেখানকার ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করেন। পরবর্তীতে ভবনটিতে আগুন দেওয়া হয় এবং রাত ১২টার দিকে এক্সকাভেটর দিয়ে ভবনটি ভাঙা শুরু হয়।
আপনার মতামত লিখুন