ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে

গতকাল রাতে (৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এক বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে, বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভাঙতে শুরু করে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে, ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখা গেছে, এক্সকেভেটর ব্যবহার করে বাড়িটি ভাঙার কাজ চলছে। শত শত মানুষ এখনো ঘটনাস্থলে অবস্থান করছে।
বিক্ষোভকারীরা ফেসবুকে ঘোষিত ‘বুলডোজার মিছিল’ কর্মসূচির আওতায় গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হন। রাত ১০টার দিকে, বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। কিছু সময় পর ক্রেন এনে বাড়িটি ভাঙার চেষ্টা করা হলেও, সেটি সফল না হওয়ায় এক্সকেভেটর আনা হয়।
এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে, গত জুলাই মাসে ঘটে যাওয়া গণ-অভ্যুত্থানের সঙ্গে এর যোগসূত্র টানা হয়, যেখানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল। সেদিনই, ছাত্র-সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণা দেওয়া হয়েছিল। এ ঘোষণাকে কেন্দ্র করে, সামাজিক মাধ্যমে উত্তেজনা সৃষ্টি হয় এবং অনেক অনলাইন অ্যাকটিভিস্ট ও ছাত্র আন্দোলনের সদস্যরা ‘বুলডোজার মিছিল’ এবং ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচি আহ্বান করেন।
গত রাত ৮টার দিকে বিক্ষোভকারীরা শেখ মুজিবুর রহমানের বাড়ির ফটক ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন। তারা বাড়ির সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালও ভাঙচুর করেন। একাধিক ফেসবুক পোস্টে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেন এবং এদিনের আন্দোলনকে ‘বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমিমুক্ত করার’ ঘোষণা করেন।
আগামী দিনগুলিতে আরও কর্মসূচির ডাক দেওয়া হতে পারে।
আপনার মতামত লিখুন