ঢাকার সড়কে শৃঙ্খলা আনতে গোলাপি বাস, চালু হচ্ছে টিকিটিং পদ্ধতি

নগর পরিবহনে শৃঙ্খলা আনতে ঢাকা মহানগরীতে আজ (৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে কাউন্টার-ভিত্তিক টিকিটিং পদ্ধতিতে গোলাপি রঙের বাস চলাচল। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজার (বিডিআর মার্কেট) সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে এই কার্যক্রম উদ্বোধন করবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
আব্দুল্লাহপুর থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে ২১টি কোম্পানির মোট ২,৬১০টি বাস নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহের মাধ্যমে পরিচালিত হবে। এ উদ্যোগ নগর পরিবহনে শৃঙ্খলা ফেরাতে নেওয়া হয়েছে, যেখানে যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কেটে নির্ধারিত স্টপেজ থেকেই বাসে উঠতে হবে।
বাস-মিনিবাসের চুক্তিভিত্তিক যাত্রী পরিবহন ব্যবস্থার ফলে গত ১৬ বছর ধরে ঢাকায় অনিয়ন্ত্রিত প্রতিযোগিতা, যত্রতত্র যাত্রী ওঠানামা, যানজট ও দুর্ঘটনা বেড়ে গেছে বলে দাবি করেছেন পরিবহন সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম। নতুন ব্যবস্থায় বাসগুলোর যাত্রা নির্দিষ্ট স্টপেজেই থামবে এবং যাত্রীদের নিয়ম মেনে চলতে হবে।
চলতি মাসের মধ্যেই মিরপুর, গাবতলী ও মোহাম্মদপুরেও এই পদ্ধতি চালু করা হবে। বাস চালক ও সহকারীদের এরই মধ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাইফুল আলম।
আপনার মতামত লিখুন