রাজশাহীতে মৌসুমী রহমানের বাড়িতে ভাঙচুরের ঘটনা

রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মৌসুমী রহমানের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে এই ঘটনা ঘটে, এর আগে গত সোমবার মৌসুমী রহমানের লিফলেট বিতরণের ছবি আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়েছিল।
পরে, মঙ্গলবার সকালে পুঠিয়া যুবদলের একাংশ আওয়ামী লীগের প্রচারপত্র বিতরণের বিরুদ্ধে ‘সাঁড়াশি অভিযান’ কর্মসূচি শুরু করে। এ কর্মসূচির নাম দেওয়া হয় ‘রোড মার্চ পুঠিয়া টু পচামাড়িয়া’।
এ সময়, তাদের অভিযানে অংশগ্রহণকারী ২০০ থেকে ২৫০ জন মোটরসাইকেল নিয়ে মৌসুমী রহমানের বাড়ি গিয়ে ভাঙচুর চালায়।
এ ঘটনার পর, মৌসুমী রহমানের স্বামী অহিদুর রহমানকে (৪৫) মারধর করে পুলিশে সোপর্দ করা হয়। তিনি আওয়ামী লীগের কোনো পদে নেই, তবে একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, “অহিদুর রহমানকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।” তিনি আরও জানান, পুলিশ এ বিষয়ে কোনো অভিযোগ পায়নি।
আপনার মতামত লিখুন