আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২:২৬ অপরাহ্ণ
আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

দেশি-বিদেশি গণমাধ্যমকে সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

সভায় আসন্ন রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার বিষয়েও আলোচনা হয়। টিসিবির মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পরিবহন, ব্যাপক আমদানি এবং সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া, রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা ও লোডশেডিং এড়ানোর বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।