একুশে পদকে মনোনীত জাতীয় নারী ফুটবল দলসহ ১৪ বিশিষ্ট ব্যক্তিত্ব
ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২:২৯ অপরাহ্ণ

২০২৫ সালের একুশে পদকের জন্য জাতীয় নারী ফুটবল দলসহ ১৪ জন বিশিষ্ট ব্যক্তি মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।
এ বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য একুশে পদকের জন্য মনোনীতদের মধ্যে জাতীয় নারী ফুটবল দল ক্রীড়াক্ষেত্রে সম্মানজনক এই স্বীকৃতি পেয়েছে। এছাড়া, শিল্পকলা, সাহিত্য, সাংবাদিকতা, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা এবং গবেষণায় অবদান রাখার জন্য আরও ১৪ জন বিশিষ্ট ব্যক্তি মনোনীত হয়েছেন।
একুশে পদকপ্রাপ্তরা এককালীন চার লাখ টাকা, ৩৫ গ্রাম ওজনের স্বর্ণপদক, একটি রেপ্লিকা ও সম্মাননাপত্র পাবেন। ১৯৭৬ সাল থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এই পদক প্রদান করা হচ্ছে, যা রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।
আপনার মতামত লিখুন