একুশে পদকে মনোনীত জাতীয় নারী ফুটবল দলসহ ১৪ বিশিষ্ট ব্যক্তিত্ব

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২:২৯ অপরাহ্ণ
একুশে পদকে মনোনীত জাতীয় নারী ফুটবল দলসহ ১৪ বিশিষ্ট ব্যক্তিত্ব

২০২৫ সালের একুশে পদকের জন্য জাতীয় নারী ফুটবল দলসহ ১৪ জন বিশিষ্ট ব্যক্তি মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।

এ বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য একুশে পদকের জন্য মনোনীতদের মধ্যে জাতীয় নারী ফুটবল দল ক্রীড়াক্ষেত্রে সম্মানজনক এই স্বীকৃতি পেয়েছে। এছাড়া, শিল্পকলা, সাহিত্য, সাংবাদিকতা, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা এবং গবেষণায় অবদান রাখার জন্য আরও ১৪ জন বিশিষ্ট ব্যক্তি মনোনীত হয়েছেন।

একুশে পদকপ্রাপ্তরা এককালীন চার লাখ টাকা, ৩৫ গ্রাম ওজনের স্বর্ণপদক, একটি রেপ্লিকা ও সম্মাননাপত্র পাবেন। ১৯৭৬ সাল থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এই পদক প্রদান করা হচ্ছে, যা রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।