ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন মোদি, ইলন মাস্কের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির সম্মানে ট্রাম্প নৈশভোজের আয়োজন করবেন বলে জানা গেছে। এরই মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে—যুক্তরাষ্ট্রে মোদির সঙ্গে দেখা করতে পারেন টেসলা ও স্পেসএক্স-এর সিইও ইলন মাস্ক।
সিএনবিসি ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৩ ফেব্রুয়ারি মোদির সঙ্গে বিভিন্ন খাতের সিইওদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে পারেন, যেখানে ইলন মাস্কও থাকতে পারেন। আলোচনায় টেসলার ভারত প্রবেশ, বৈদ্যুতিক গাড়ি উৎপাদন, স্টারলিংকের অনুমোদনসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে।
এদিকে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। প্রথম মেয়াদে মোদি-ট্রাম্পের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ছিল। তবে ট্রাম্পের সাম্প্রতিক অভিবাসন ও শুল্কারোপ নীতিতে ভারতও অন্তর্ভুক্ত হয়েছে। এ বিষয়ে ভারসাম্য বজায় রাখতে ভারত ইতোমধ্যে ১৮ হাজার অভিবাসীকে ফেরত নিতে সম্মত হয়েছে এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যের ওপর শুল্ক কমিয়েছে।
বিশ্ব গণমাধ্যমের বিশ্লেষণে উঠে এসেছে, ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক জোরদারে ভারত আগ্রহী, বিশেষ করে বাণিজ্য, প্রতিরক্ষা ও তথ্যপ্রযুক্তি খাতে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তাও নিশ্চিত করেছেন যে, ট্রাম্প আনুষ্ঠানিকভাবে মোদিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন।
আপনার মতামত লিখুন