বিপিএল ২০২৪-এ বাড়ল প্রাইজমানি, অতিরিক্ত ২ কোটি ৩ লাখ টাকা পুরস্কার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:১৪ অপরাহ্ণ
বিপিএল ২০২৪-এ বাড়ল প্রাইজমানি, অতিরিক্ত ২ কোটি ৩ লাখ টাকা পুরস্কার

চলতি বিপিএল নিয়ে বিতর্কের মধ্যে একটি সুখবর এসেছে, সেটি হচ্ছে বিপিএলের প্রাইজমানি বাড়ানো হয়েছে। ২০২৪ সালের বিপিএলের তুলনায় এবার প্রায় ২ কোটি ৩ লাখ টাকা বেশি পুরস্কার দেওয়া হবে। বিসিবি বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘোষণা দিয়েছে। এবারের বিপিএলে মোট ৫ কোটি ৩১ লাখ টাকার পুরস্কার দেওয়া হবে, যেখানে গত আসরে ৩ কোটি ২৮ লাখ টাকা দেওয়া হয়েছিল। শিরোপার লড়াইয়ে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস নামবে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টায়। শিরোপা জেতা দল পাবে আড়াই কোটি টাকা, আর রানার্স আপ দল পাবে দেড় কোটি টাকা। এবার তৃতীয় ও চতুর্থ স্থান পাওয়া দলও পুরস্কৃত হবে। খুলনা টাইগার্স পাবে ৬০ লাখ টাকা এবং রংপুর রাইডার্স পাবে ৪০ লাখ টাকা। ফাইনাল ম্যাচের সেরা ক্রিকেটার পাবেন ৫ লাখ টাকা, আর টুর্নামেন্টের সেরা ক্রিকেটার পাবেন ১০ লাখ টাকা। ২০২৫ সালে আসরের সর্বোচ্চ রান এবং উইকেট শিকারি ক্রিকেটার পাবেন ৫ লাখ টাকা করে।