ধানমন্ডি থেকে আটক অভিনেত্রী মেহের আফরোজ শাওন
ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:১৯ অপরাহ্ণ

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।
ডিবি সূত্র জানায়, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।
সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছিল। এর মধ্যেই বৃহস্পতিবার বিকেলে জামালপুরে তার গ্রামের বাড়িতে স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা আগুন দেয়। এ ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তার আটকের খবর আসে।
আপনার মতামত লিখুন