৫০% মহার্ঘ ভাতা ও নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের লাগাতার আন্দোলনের ঘোষণা

১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীরা ৫০% মহার্ঘ ভাতা ও নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবিতে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন। দাবি মানা না হলে আগামী ১ মার্চ থেকে সারা দেশে কর্মবিরতি পালনেরও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শুক্রবার রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে ‘সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে আয়োজিত মহাসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। আন্দোলনের অংশ হিসেবে ১৬ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে সরকারি অফিসগুলোতে দাবি সংবলিত ব্যানার সাঁটানো, লিফলেট বিতরণ এবং বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যমের সঙ্গে যোগাযোগের মাধ্যমে জনমত গঠনের কর্মসূচি পালন করা হবে।
পরবর্তী ধাপে, ২৩ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সকল অফিস প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক (ডিসি), বিভাগীয় কমিশনার ও সচিবালয়ে স্মারকলিপি প্রদান করা হবে, যাতে তাদের দাবি বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হবে।
এসব কর্মসূচির পরও যদি দাবি বাস্তবায়ন না হয়, তাহলে ১ মার্চ থেকে কর্মচারীরা নিজ নিজ প্রতিষ্ঠানে উপস্থিত থেকে কর্মবিরতি পালন করবেন বলে ঘোষণা দিয়েছেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান সংগঠনের নেতারা।
আপনার মতামত লিখুন