বিবিসি বাংলাকে নিয়ে করা মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৩৩ অপরাহ্ণ
বিবিসি বাংলাকে নিয়ে করা মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

বিবিসি বাংলার সংবাদ নিয়ে দেওয়া সাম্প্রতিক মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি জানান, তার বক্তব্য সংশোধন করতে চান।

ওই পোস্টে শফিকুল আলম বলেন, “বিবিসি বাংলার সংবাদ নিয়ে আমার সাম্প্রতিক বক্তব্যের জন্য আমি ক্ষমাপ্রার্থী, আমি আমার বক্তব্য সংশোধন করতে চাই।”

তিনি ব্যাখ্যা করেন যে, তার মন্তব্যের পেছনে দুটি কারণ ছিল। প্রথমত, তিনি দাবি করেন যে বিবিসি বাংলা একাধিকবার বলেছে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। দ্বিতীয়ত, তারেক রহমানের সাক্ষাৎকার প্রচারের বিষয়টিও তিনি বিবেচনায় রেখেছিলেন। তবে তিনি স্বীকার করেন যে, তার বিবৃতি ছিল অতিরঞ্জিত এবং তা সংশোধন করা প্রয়োজন।

শফিকুল আলম বলেন, “আমি আগে বলেছিলাম বিবিসি বাংলা ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে কাজ করছে। আমি এমন বক্তব্যের জন্য ক্ষমা চাচ্ছি এবং সংশোধন করতে চাচ্ছি।”

তিনি আরও জানান, কিছু নির্দিষ্ট প্রতিবেদনে বস্তুনিষ্ঠতার অভাব দেখতে পেলেও, সামগ্রিকভাবে বিবিসি বাংলা বাংলাদেশের পরিস্থিতি নিরপেক্ষভাবে তুলে ধরার চেষ্টা করছে। শেখ হাসিনার সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের বিষয়েও বিবিসি স্বচ্ছ ও সঠিক সংবাদ প্রকাশ করছে বলে তিনি মন্তব্য করেন।

এর আগে, ৫ ফেব্রুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে শফিকুল আলম বিবিসি বাংলাকে স্বৈরশাসক শেখ হাসিনার সমর্থক বলে অভিহিত করেছিলেন। তিনি অভিযোগ করেন, বিবিসি বাংলা “ভারতে পালিয়ে যাওয়ার” বিষয়টি বারবার তুলে ধরলেও, পটভূমি ব্যাখ্যা করছে না। তবে বিতর্কের সৃষ্টি হলে, কিছুক্ষণ পর তিনি পোস্টটি সরিয়ে নেন।