ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ: রাজ্যসভার প্রশ্নোত্তর

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৫৫ অপরাহ্ণ
ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ: রাজ্যসভার প্রশ্নোত্তর

ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গতকাল রাজ্যসভার অধিবেশনে আলোচনা হয়েছে। রাজ্যসভার সদস্য জন বৃত্তাস এক লিখিত প্রশ্নে জানতে চান, বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়েছে কিনা এবং চেয়ে থাকলে তাদের দাবি কী ছিল।

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃতি বর্ধন সিং জানান, বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে বিচারের জন্য ফেরত পাঠানোর অনুরোধ করেছে। তারা বলেছে, দেশ ছাড়ার আগে শেখ হাসিনা বিভিন্ন অপরাধ করেছেন। তবে ভারত সরকার এখনও বাংলাদেশকে কোনো সিদ্ধান্ত জানায়নি।

এদিকে, ৫ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং সেখানে আছেন। এর মধ্যে আওয়ামি লীগ সরকারের দমন-পীড়নকে ‘গণহত্যা’ হিসেবে বিবেচনা করে শেখ হাসিনাসহ অন্যান্যদের বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।