আর্জেন্টিনার খালে হঠাৎ লাল পানির প্রবাহ, আতঙ্কিত স্থানীয়রা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৫৭ অপরাহ্ণ
আর্জেন্টিনার খালে হঠাৎ লাল পানির প্রবাহ, আতঙ্কিত স্থানীয়রা

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের পাশের একটি খালের পানি গতকাল হঠাৎ করেই উজ্জ্বল লাল বর্ণ ধারণ করেছে, যা দেখে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। ছবি ও ভিডিওতে দেখা গেছে, তীব্র লাল রঙের পানি রিও দে লা প্লাটা নদীর মোহনায় প্রবাহিত হচ্ছে। দেশটির পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, পানির রঙ পরিবর্তনের কারণ খোঁজার জন্য খাল থেকে পানির নমুনা নেওয়া হয়েছে।

গণমাধ্যমের বরাতে জানা গেছে, টেক্সটাইলের রঞ্জক পদার্থ বা কাছাকাছি ডিপো থেকে রাসায়নিক বর্জ্যের কারণে পানির রং পরিবর্তিত হতে পারে। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠান, বিশেষ করে চামড়া প্রক্রিয়াকরণ ও টেক্সটাইল কারখানাগুলো জলপথে বিষাক্ত বর্জ্য ফেলছে। এক বাসিন্দা জানায়, পানি কিছু দিন আগে হলুদ ছিল এবং তার গন্ধে তাদের গলা আক্রান্ত হচ্ছিল, তবে আজ গন্ধ নেই।

মারিয়া ডুকোমস নামক এক বাসিন্দা জানিয়েছেন, এই অঞ্চলের শিল্প প্রতিষ্ঠানগুলোর বর্জ্য ফেলার কারণে বিভিন্ন রঙের পানি দেখা গেছে, যেমন নীল, সবুজ, গোলাপী ও বেগুনি।