ইসরায়েলি বিমান হামলা, লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলকে লক্ষ্য করে
ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৩০ অপরাহ্ণ

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে ইসরায়েল লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে। দেশটির জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো পূর্ব লেবাননের বালবেক জেলার একটি এলাকায় একাধিক হামলা চালায়।
এ হামলার আগে, ইসরায়েলি বিমানগুলো হারমেল শহর ও উত্তর বেকা শহরের উপর দিয়ে উড়ছিল এবং বৈরুতসহ নিকটবর্তী শহরগুলোতেও বিমানগুলো দেখা গেছে।
এ ঘটনাটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ঘটেছে, যা ২০২৪ সালের ২৭ নভেম্বর কার্যকর হয়েছিল। যুদ্ধবিরতির উদ্দেশ্য ছিল এক বছরেরও বেশি সময় ধরে চলা আন্তঃসীমান্ত সংঘর্ষের অবসান।
যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল মাঝেমধ্যে হামলা চালিয়ে যাচ্ছে, হিজবুল্লাহর সৃষ্ট ‘হুমকি’ নির্মূল করার দাবি জানিয়ে।
আপনার মতামত লিখুন