প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় আবারও আগুন, আতঙ্ক ছড়িয়েছে
ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৩১ অপরাহ্ণ

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের প্রয়াগরাজ (সাবেক এলাহাবাদ) মহাকুম্ভ মেলায় শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে আবার আগুন লাগার ঘটনা ঘটেছে। সেক্টর ১৮-তে লাগা আগুন নেভাতে দ্রুত ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। এতে মেলা প্রাঙ্গণে আতঙ্ক সৃষ্টি হলেও পুলিশ কর্মকর্তা সর্বেশ কুমার মিশ্র জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এটি মহাকুম্ভ মেলায় আগুন লাগার তৃতীয় ঘটনা। এর আগে ১৯ জানুয়ারি ও ৩০ জানুয়ারি আগুন লাগার ঘটনা ঘটেছিল, যার মধ্যে ৫০টি শিবির পুড়ে গিয়েছিল। এবারের আগুনের কারণ এখনও জানা যায়নি, তবে আগুনের শিখা ও কালো ধোঁয়া দেখে পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এছাড়া, আগুনের ঘটনায় কিছু পুণ্যার্থী সামান্য আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন