মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবা জিজ্ঞাসাবাদের পর মুক্তি পেল

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫৩ অপরাহ্ণ
মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবা জিজ্ঞাসাবাদের পর মুক্তি পেল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

এ ঘটনায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শাওনকে তার ধানমন্ডির বাসা থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং পরে সোহানা সাবাকেও একইভাবে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

সাম্প্রতিক সময়ের শাওনের রাজনৈতিক অবস্থান এবং মন্তব্যের কারণে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা হয়েছে। এর পরবর্তী সময়ে জামালপুরে তার গ্রামের বাড়িতে আগুন দেয় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।