ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ধ্বংসের ঘটনায় ২৬ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ

ঢাকা, ৭ ফেব্রুয়ারি ২০২৫: দেশের ২৬ বিশিষ্ট নাগরিক ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়ি ধ্বংসের ঘটনায় গভীর ক্ষোভ, নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। এই বাড়িটি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন হিসেবে পরিচিত, যা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি স্থান। তারা এক যৌথ বিবৃতিতে বলেন, এই ঘটনার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্পূর্ণ জ্ঞাতসারে নির্মমতা ও সহিংসতা যুক্ত ছিল, এবং এ ধরনের ঘটনার জন্য সরকারের কোনো ধরনের দায় এড়ানোর সুযোগ নেই।
বিবৃতিতে বলা হয়, ৫ ও ৬ ফেব্রুয়ারি দুই দিন ধরে যেভাবে ৩২ নম্বর ধানমন্ডির ঐতিহাসিক বাড়িটি ক্রেন, বুলডোজার ও অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংস করা হয়েছে, তাতে শুধু ধানমন্ডি এলাকার জনগণই নয়, পুরো জাতি মর্মাহত ও স্তম্ভিত। তারা বলেন, ‘এ ঘটনার আমরা বিচার চাই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলো কি নীরব দর্শক হয়ে থাকতে পারে?’
বিবৃতিতে উল্লেখ করা হয়, এই ধরনের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তারা প্রশ্ন তোলেন, কেন তাদের সামনে এই অপরাধ সংঘটিত হতে দেওয়া হল? তারা আরও বলেন, এমনকি এমন ঘটনা ঘটার পর সরকারও এর কোনো সুষ্ঠু তদন্ত বা বিচার শুরু করতে সক্ষম হয়নি, যা দেশের জনগণের কাছে হতাশার বিষয়।
বিশিষ্ট নাগরিকরা বলেন, ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি ধ্বংসের সঙ্গে কোনো ধরনের গণ–উত্তেজক সহিংসতা বা মব ভায়োলেন্সের সম্পর্ক নেই। বরং এটি একটি নাশকতা সৃষ্টি করার চেষ্টা এবং ক্ষমতার প্রতি নিষ্ঠুরতাও প্রকাশ করেছে। তারা এতে উদ্বেগ প্রকাশ করেন যে, এ ধরনের ঘটনা কেবল ফ্যাসিবাদী বা স্বৈরাচারবিরোধী আন্দোলনের ভাবমূর্তিকেই ক্ষতিগ্রস্ত করবে।
তারা বলেন, “অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার ব্যাখ্যা পাওয়া অত্যন্ত জরুরি।” তারা দাবি করেন, এই ঘটনায় দায়ী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে শাস্তি দিতে হবে এবং সুষ্ঠু বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, বিশ্বের প্রতিটি দেশ ঐতিহাসিক নিদর্শনগুলো সুরক্ষা দেয়, আর বাংলাদেশেও ৩২ নম্বর বাড়ির মতো ঐতিহাসিক স্থাপনাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রীয় কর্তৃপক্ষের। এমন একটি বাড়ির ধ্বংসের ঘটনা একটি সভ্য জাতির জন্য লজ্জাজনক এবং এ ঘটনা সমগ্র পৃথিবীতে ভুল বার্তা পাঠাবে।
এভাবে, ২৬ বিশিষ্ট নাগরিক দেশবাসীকে আইনের শাসন প্রতিষ্ঠা, সহিংসতা বন্ধ এবং একটি ন্যায়সঙ্গত সমাজ গড়ার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন