বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিবাদ: বেনজীর আহমেদের বক্তব্য গভীর ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতার শামিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০৬ অপরাহ্ণ
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিবাদ: বেনজীর আহমেদের বক্তব্য গভীর ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতার শামিল

সম্প্রতি এক ভার্চুয়াল সভায় সাবেক আইজিপি বেনজীর আহমেদ দেশের বিরুদ্ধে এবং পুলিশ বাহিনীর বিষয়ে যে গভীর ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

শুক্রবার এক প্রতিবাদ লিপিতে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার এবং সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু এই প্রতিবাদ জানান। এতে বলা হয়, জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে পুলিশ বাহিনী জনগণের সেবায় নিরলসভাবে কাজ করে আসছে, এবং তারা জনবান্ধব একটি বাহিনী গঠনের জন্য দেশপ্রেমের চেতনা নিয়ে কাজ করছে।

প্রতিবাদলিপিতে আরও উল্লেখ করা হয়, যেসব বিতর্কিত পুলিশ সদস্য গণহত্যাসহ ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ হিসেবে কাজ করেছিল, তাদের বিচারের বিষয়ে পুলিশের সকল সদস্য একমত।

প্রসঙ্গত, বেনজীর আহমেদ বর্তমানে গণহত্যা, দুর্নীতি, মানি লন্ডারিংসহ একাধিক মামলায় অভিযুক্ত এবং তিনি সম্প্রতি ভার্চুয়াল কনফারেন্সে পুলিশ বাহিনী সম্পর্কে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন। পুলিশ অ্যাসোসিয়েশন মনে করে, এ ধরনের বক্তব্য বাহিনীর পেশাদারিত্বকে ক্ষুণ্ন করেছে এবং এটি রাষ্ট্রদ্রোহিতার শামিল।

এছাড়া, ২০১৩ সালে হেফাজতের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা, দুর্নীতির ঘটনা এবং একাধিক দুদকের মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদ পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য পুলিশ বাহিনী ক্ষুব্ধ এবং মর্মাহত।

এ জাতীয় ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন থেকে।