একাদশ বিপিএলে বরিশালের শিরোপা জয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০৮ অপরাহ্ণ
একাদশ বিপিএলে বরিশালের শিরোপা জয়

৭ ফেব্রুয়ারি ২০২৫: বাংলাদেশের পেশাদার ক্রিকেটের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট বিপিএল-এর একাদশ সংস্করণের ফাইনালটা শেষ পর্যন্ত সার্থক প্রমাণিত হয়েছে, যেখানে ফরচুন বরিশাল চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে। মাঠের খেলায় যেখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল, সেখানে স্টেডিয়ামে উপচে পড়া দর্শকসংখ্যা দর্শনীয় ছিল।

ফাইনালের শুরুটা দারুণভাবে হয়েছিল চিটাগংয়ের। তারা পাওয়ারপ্লেতে প্রথম ৫ ওভারে ৫১ রান তুলে ম্যাচের ভিত শক্ত করে তোলে, কিন্তু তাদের শুরুর আক্রমণাত্মক ব্যাটিংটা শেষ পর্যন্ত ধরে রাখা সম্ভব হয়নি। যদিও তারা ১৯৪ রানের লক্ষ্য দিয়ে মাঠ ছাড়ে, তাদের জন্য বড় খাতা লেখা হয়নি। চিটাগংয়ের ওপেনিং জুটি খাজা নাফে ও পারভেজ হোসেন মিলে একটানা ধ্বংসযজ্ঞ চালিয়ে ১২.৪ ওভারে ১২১ রান যোগ করেন। নাফে ৩৭ বলে ফিফটি তুলে নেন এবং পারভেজ অপরাজিত ৭৮ রানে ফেরেন।

অপরদিকে, বরিশালের জন্য তামিম ইকবাল এবং তাওহিদ হৃদয়ের শুরুটা ছিল সমানভাবে চিত্তাকর্ষক। তামিম ২৯ বলে ৫৪ রান করে শুরুর দিকেই চাপ সৃষ্টির সুযোগ তৈরি করেন। এরপর কাইল মায়ার্সের ঝড়ো ইনিংস ২৮ বলে ৪৬ রান সংগ্রহ করেন। শেষ দিকে রিশাদ হোসেনের ৬ বলে ১৮ রান ম্যাচের সমাপ্তি ঘোষণা করে এবং বরিশালকে আরেকটি শিরোপা উপহার দেয়।

ফাইনাল ম্যাচে আরেকটি দৃষ্টিনন্দন বিষয় ছিল মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি। প্রায় পুরো স্টেডিয়ামই বরিশালের লাল জার্সিতে রঙিন হয়ে ওঠে এবং ‘বরিশাল, বরিশাল’ স্লোগানে গুঁজন করতে থাকে। মাঠের খেলায় যত বিতর্ক থাকুক, একাদশ বিপিএল নিশ্চিতভাবে ছিল এক স্মরণীয় টুর্নামেন্ট।