শফিকুর রহমান: ২৪ সালের গণহত্যার বিচার না হলে শহীদদের সঙ্গে বেঈমানি করা হবে

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:০২ অপরাহ্ণ
শফিকুর রহমান: ২৪ সালের গণহত্যার বিচার না হলে শহীদদের সঙ্গে বেঈমানি করা হবে

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ঘটে যাওয়া গণহত্যার বিচার না হলে শহীদদের সঙ্গে বেঈমানি করা হবে। তিনি দাবি করেন, বিচার হওয়া প্রয়োজন, এবং অন্য কোনো কাজ আগে নয়। তিনি আরও বলেন, যারা দেশের স্বাধীনতা সংগ্রামে রক্ত দিয়েছেন, তাদের সাথে বেঈমানি করা যাবে না, কারণ তাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনভাবে কথা বলার এবং সম্মান ও মর্যাদার সঙ্গে চলার সুযোগ পেয়েছি।

শফিকুর রহমান শনিবার (৮ ফেব্রুয়ারি) কক্সবাজারে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন। তিনি বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশের জনগণ প্রকৃত স্বাধীনতা পায়নি। তিনি দাবি করেন, আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকায় দেশের জনগণকে পরাধীন করে রেখেছে এবং সবচেয়ে বেশি ফ্যাসিবাদী আচরণ করেছে।

তিনি আরও বলেন, জামায়াত ইসলামি ধর্মীয় ভেদাভাব, ধনী-গরিবের পার্থক্য অগ্রাহ্য করে সমতাভিত্তিক সমাজ গঠনে বিশ্বাস করে। তিনি দেশের জনগণের ন্যায় বিচার দাবি করেন এবং আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এএইচএম হামিদুর রহমান আজাদ বলেন, আওয়ামী লীগ দেশকে বৈষম্য এবং বঞ্চনার মধ্যে ফেলেছে। ৭২ এর সংবিধান থেকে স্বাধীনতার সুফল পাওয়া যায়নি, তিনি দাবি করেন, ন্যায় বিচারের জন্য ন্যায়বান শাসক প্রয়োজন।

ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ধর্মের ট্রাস্টি পরিমল কান্তি বক্তব্যে বলেন, আমরা সবাই বাংলাদেশি, এবং সৃষ্টির সেরা জীব।