‘অপারেশন ডেভিল হান্ট’কে স্বাগত জানালেন ভিপি নূর, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:০৮ অপরাহ্ণ
‘অপারেশন ডেভিল হান্ট’কে স্বাগত জানালেন ভিপি নূর, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ কর্মী-সমর্থক ও নিরীহ নেতা-কর্মীরা প্রয়োজনে নতুন নামে রাজনীতি করতে পারেন, কিন্তু ডাকাত, খুনি, সন্ত্রাসীদের জন্য এই দেশে কোনো রাজনৈতিক জায়গা নেই।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর সদর ঈদগাহে উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট ও গণহত্যাকারী দল। যদি তাদের নিষিদ্ধ করা না হয়, তাহলে ভবিষ্যতে আরও ফ্যাসিস্ট ও খুনি স্বৈরাচার তৈরি হবে। আমরা চাই, এই ফ্যাসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপ হোক, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ হোক।

ভিপি নূর বলেন, দেশে অবস্থানরত আওয়ামী দুর্বৃত্তদের নিশ্চিহ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী, ছাত্র-জনতা ও সাধারণ নাগরিকদের একসঙ্গে কাজ করতে হবে। তবে নিরীহ মানুষের ওপর কোনো অন্যায় করা যাবে না। কোনো বাড়িতে আগুন দেওয়া বা সম্পদ ধ্বংস করাকে আমরা সমর্থন করি না। তিনি সতর্ক করে বলেন, ইতিহাসে দেখা গেছে, বিপ্লবের পর পাল্টা বিপ্লব হয়, ক্যুর পর পাল্টা ক্যু হয়। বাংলাদেশেও ১৯৭৫ পরবর্তী সময়ে এমন ঘটনা ঘটেছে। বর্তমান সময়টাও অত্যন্ত সংকটময়, দেশি-বিদেশি নানা চক্র অস্থিরতা সৃষ্টি করতে চায়। তাই গণঅভ্যুত্থানের শক্তিগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে যারা ক্ষমতায় আসে, তারা কখনো ভারতের, কখনো পাকিস্তানের, কখনো মার্কিন যুক্তরাষ্ট্র বা চীনের প্রভাবশালী গোষ্ঠীর হয়ে কাজ করে। কিন্তু আমরা বলেছি, বাংলাদেশকে কারও অনুসারী হওয়া যাবে না। রাজনীতি করতে হলে দেশের মানুষের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

সমাবেশে পাকুন্দিয়ায় পরিবহন ভাড়ার সিন্ডিকেট ও প্রশাসনের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি। তিনি অভিযোগ করেন, নতুন সিন্ডিকেট করে কিশোরগঞ্জ থেকে পাকুন্দিয়ার ভাড়া ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া স্থানীয় ইউএনওর বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, গণহত্যার সঙ্গে জড়িতদের টেন্ডার দেওয়া হচ্ছে, যা জনগণের জন্য বিপজ্জনক সংকেত।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শহীদুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, সহসভাপতি শফিকুল ইসলাম শফিক, উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক নাসির উদ্দিন লিটন।