ব্রাজিলে বিমান বিধ্বস্ত, দুইজন নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৪০ অপরাহ্ণ
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, দুইজন নিহত

ব্রাজিলের সাও পাওলো শহরে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত দুইজন নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন। স্থানীয় দমকল বাহিনী জানায়, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুর্ঘটনাটি ঘটে। দুই ইঞ্জিন বিশিষ্ট ছোট বিমানটি শহরের একটি গুরুত্বপূর্ণ অ্যাভিনিউতে যাত্রীবাহী বাসের ওপর পড়ে। নিহত দুইজন বিমানটির আরোহী ছিলেন, এবং একজন মোটরসাইকেল আরোহী ও বাসের এক যাত্রী আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমানটি সাও পাওলোর ক্যাম্পো দে মার্তে প্রাইভেট বিমানবন্দর থেকে পোর্তো আলেগ্রেতে যাচ্ছিল। দুর্ঘটনার পর বিস্ফোরণ ঘটে, এবং বাসে আগুন লেগে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গেছে।