হিটম্যান ২’ সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছে
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:২৫ অপরাহ্ণ

কোরীয় অ্যাকশন-কমেডি সিনেমা হিটম্যান ২ ২২ জানুয়ারি মুক্তির পর থেকেই কোরীয় বক্স অফিসের শীর্ষে রয়েছে। সিনেমাটি তার প্রথম কিস্তির সাফল্যের পর সিকুয়েল হিসেবে মুক্তি পেয়েছে। হিটম্যান ২ দেখতে ২৯ জানুয়ারি পর্যন্ত ১০ লাখ দর্শক হলে উপস্থিত হন, যা বছরের প্রথম কোরীয় সিনেমা হিসেবে রেকর্ড সৃষ্টি করেছে। ২ ফেব্রুয়ারি ছবিটির দর্শক সংখ্যা ২০ লাখে পৌঁছেছে।
চলচ্চিত্রের পরিচালক চোই উন-সুব জানিয়েছেন, হিটম্যান ২ আরও বড় পরিসরে নির্মাণ করা হয়েছে, যেখানে নতুন ধরনের অ্যাকশন ও অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে। ছবির গল্পে কার্টুনশিল্পী জুনের চরিত্রকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার পরে গোয়েন্দা সংস্থার সন্দেহের মুখে তাকে রাখা হয়।
এটি কোরীয় সিনেমা শিল্পে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে এবং এখন পর্যন্ত বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে।
আপনার মতামত লিখুন