দুদক টিউলিপসহ অর্থ পাচারে জড়িতদের তথ্য চেয়ে ১২টি দেশে চিঠি পাঠিয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:০১ অপরাহ্ণ
দুদক টিউলিপসহ অর্থ পাচারে জড়িতদের তথ্য চেয়ে ১২টি দেশে চিঠি পাঠিয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকসহ বিদেশে অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য ১২টি দেশে চিঠি পাঠিয়েছে। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের জানান, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধান চলছে এবং সংশ্লিষ্ট দেশগুলোতে তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ২৭টি চিঠির জবাব পেয়ে গেছে দুদক।