উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মুজিবুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:১৬ অপরাহ্ণ

রাজধানীর উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ রোববার সন্ধ্যায় এ আদেশ দেন ট্রাইব্যুনাল।
ছাত্র–জনতার অভ্যুত্থানকালে মহাখালী, রামপুরা ও উত্তরায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। আজ দুপুরে ট্রাইব্যুনাল সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, এর মধ্যে মুজিবুর রহমানও ছিলেন। পরোয়ানা জারির তিন ঘণ্টার মধ্যে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে, সন্ধ্যায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আপনার মতামত লিখুন