দেশের আরও দুটি তৈরি পোশাক কারখানা পরিবেশবান্ধব সনদ লাভ করেছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:২১ অপরাহ্ণ
দেশের আরও দুটি তৈরি পোশাক কারখানা পরিবেশবান্ধব সনদ লাভ করেছে।

দেশে আরও দুটি তৈরি পোশাক কারখানা পরিবেশবান্ধব সনদ অর্জন করেছে, যার ফলে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা এখন ২৩৭। নতুন সনদ পাওয়া দুটি কারখানা হলো গাজীপুরের কলম্বিয়া অ্যাপারেলস এবং বঙ্গ ফ্যাশন লিমিটেড, যেখানে কলম্বিয়া অ্যাপারেলস গোল্ড সনদ এবং বঙ্গ ফ্যাশন লিড প্লাটিনাম সনদ পেয়েছে। কলম্বিয়া ৭৭ পয়েন্ট এবং বঙ্গ ফ্যাশন ৮৭ পয়েন্ট অর্জন করেছে। যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে এই সনদ পাওয়া কারখানাগুলোর জন্য বিভিন্ন শর্ত পূরণ করতে হয়। বাংলাদেশের ২৩৭টি পরিবেশবান্ধব কারখানার মধ্যে ৯৫টি প্লাটিনাম, ১২৮টি গোল্ড, ১০টি সিলভার এবং ৪টি সার্টিফায়েড সনদ পেয়েছে। বিশ্বে শীর্ষ ১০ পরিবেশবান্ধব কারখানার মধ্যে ৬৩টি বাংলাদেশে অবস্থিত।