পানি সরানোর পর যা প্রকাশিত হল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩০ অপরাহ্ণ
পানি সরানোর পর যা প্রকাশিত হল

ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভাঙচুর চালানোর পর একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় আরও কিছু তলা থাকার বিষয়টি সামনে আসে। কিছু মানুষ সন্দেহ করেছিলেন যে সেখানে আয়নাঘর থাকতে পারে। এর তদন্তে ফায়ার সার্ভিস তিনটি সেচ ইউনিট দিয়ে পানি অপসারণ করে। অপসারণের পর বেজমেন্টে কিছুই পাওয়া যায়নি, তবে ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি। সরেজমিনে দেখা যায়, পানি অপসারণের পর ওই আন্ডারগ্রাউন্ডে পুরনো কাপড়, পলিথিন, আবর্জনা ও ভাঙা ইটের টুকরা পাওয়া গেছে। ফায়ার সার্ভিস তিনটি ইউনিট দিয়ে পানি তুলে ধানমন্ডি লেকে ফেলে দেয়।

গতকাল সকাল ১০:৩০ থেকে ১টা পর্যন্ত পানি অপসারণের পর বেজমেন্টে বিভিন্ন বয়সী মানুষের ভিড় দেখা যায়। এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি শোনেছেন যে এখানে আয়নাঘর রয়েছে এবং পানির নিচে কিছু ঘর ও ব্যবহৃত জিনিসপত্র থাকতে পারে, তবে কিছুই পাওয়া যায়নি। রাজউক সূত্রে জানা গেছে, ভবনটি পাঁচ তলা এবং দুটি বেজমেন্টসহ লাইব্রেরি হিসেবে অনুমোদিত।

উল্লেখযোগ্য, গত ৫ ফেব্রুয়ারি, শেখ মুজিবুর রহমানের বাড়ির কাছে বিক্ষুব্ধ ছাত্ররা প্রতিবাদে বাড়িটি ধ্বংস করে। তখন তারা নির্মাণাধীন ভবনে এসে বেজমেন্টে পানি দেখতে পায় এবং ধারণা করা হয় সেখানে আরও তলা থাকতে পারে, যেখানে আয়নাঘর থাকতে পারে।