ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫% শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০১ পূর্বাহ্ণ
ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫% শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার এ কথা জানান এবং বলেন, এ ব্যাপারে চলতি সপ্তাহেই পদক্ষেপ নেওয়া হবে। ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে ২০১৭-২০২১ সালেও একই ধরনের শুল্ক আরোপ করেছিলেন। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রের শিল্প খাত এশিয়া ও ইউরোপের দেশগুলোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ প্রতিযোগিতার মুখে পড়ে থাকে, তাই তিনি এই শুল্ক আরোপের পক্ষে। শুল্কটি বিশ্বের যেকোনো দেশ থেকে আমদানি হওয়া ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর প্রযোজ্য হবে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানি হয় কানাডা থেকে। তবে, কিছুদিন আগে ট্রাম্প কানাডা থেকে আমদানির ওপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা দিলেও, আলোচনা শেষে তা স্থগিত করা হয়। যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর অন্যান্য দেশ যে হারে শুল্ক আরোপ করেছে, তার সঙ্গে মেলাতে ‘পারস্পরিক শুল্ক’ আরোপের পরিকল্পনাও রয়েছে ট্রাম্পের। আগামী মঙ্গল বা বুধবার এ বিষয়ে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে।