জুলাই-আগস্ট আন্দোলন সম্পর্কে জাতিসংঘের প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১২ পূর্বাহ্ণ
জুলাই-আগস্ট আন্দোলন সম্পর্কে জাতিসংঘের প্রতিবেদন

জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় দুপুরে তাদের প্রতিবেদন প্রকাশ করবে। প্রতিবেদনটি গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন এবং নৃশংসতার ঘটনায় তৎকালীন সরকারের উচ্চ পর্যায়ের সংশ্লিষ্টতার তথ্য এবং প্রমাণ তুলে ধরবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতিসংঘ গত মাসের শেষ দিকে বাংলাদেশ সরকারকে তাদের খসড়া প্রতিবেদন দেয়ার পর, সরকার গত সপ্তাহে মতামত প্রদান করেছে। এই প্রতিবেদনটি ১৩ ফেব্রুয়ারি জেনেভায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে।

প্রায় ১৫০ পৃষ্ঠার প্রতিবেদনে সংঘটিত ঘটনা এবং তার কারণের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানোর জন্য সুপারিশও করা হয়েছে। একটি সূত্র জানায়, জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন প্রমাণ পেয়েছে যে, গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের উচ্চ পর্যায়ের নেতৃত্বের নির্দেশে ব্যাপক হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘন ঘটেছিল। তারা সরকারের কাছে এসব ঘটনা আরও তদন্ত করার সুপারিশও করেছে। তবে এই সুপারিশগুলি বাংলাদেশ সরকার মানতে বাধ্য নয়।

জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন সাধারণত দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মানবাধিকার লঙ্ঘন তদন্ত করে থাকে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটি প্রথম। গত বছরের কোটাবিরোধী আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগ, নির্বিচার গুলিবর্ষণ এবং হত্যাযজ্ঞের অভিযোগের পর জাতিসংঘ উদ্বেগ জানায়। ৫ আগস্ট সরকার পতনের পর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হয়। পরে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের প্রধান ভলকার তুর্ক তদন্তের আহ্বান জানান এবং সেই অনুসারে আগস্টে একটি প্রাক-তদন্ত দল ঢাকায় আসে এবং সেপ্টেম্বরে মূল তদন্ত শুরু হয়। ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তথ্য সংগ্রহ করেছে।