মাংস ও ডিম আমদানি নিরুৎসাহিত করতে চায় প্রাণিসম্পদ মন্ত্রণালয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ২:০০ অপরাহ্ণ
মাংস ও ডিম আমদানি নিরুৎসাহিত করতে চায় প্রাণিসম্পদ মন্ত্রণালয়

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কোনো অবস্থাতেই মাংস ও ডিম আমদানি করা উচিত নয়, কারণ এর মাধ্যমে সংক্রামক রোগ বা জুনোটিক ডিজিজ দেশে প্রবেশের সম্ভাবনা থাকে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, অনেক সময় বাণিজ্য মন্ত্রণালয় মাংস ও ডিম আমদানির উদ্যোগ নেয়, তবে ভবিষ্যতে যেন এ ধরনের সিদ্ধান্তের আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পরামর্শ নেওয়া হয়, তা নিশ্চিত করতে দ্রুতই বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে।

খামারিদের সহায়তার জন্য কৃষি ব্যাংকের মতোই একটি মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক গঠনের পরিকল্পনার কথা জানান ফরিদা আখতার। এ ব্যাংক থেকে খামারিরা সহজে ঋণ সুবিধা পেলে আমদানির প্রয়োজনীয়তা কমবে এবং প্রাণিসম্পদ খাতে উৎপাদন বাড়বে।

তিনি আরও বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে নিহতদের পরিবারকে সহযোগিতা এবং আহতদের পুনর্বাসনের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি নতুন অধিদপ্তর করা হবে। এ বিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের করণীয় নির্ধারণের আহ্বান জানান তিনি।

এছাড়া, গবাদি পশুর লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধ এবং পিপিআর রোগ নির্মূলে ভ্যাকসিন কার্যক্রমের পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন উপদেষ্টা ফরিদা আখতার।

সভায় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে পরিচালকবৃন্দ, বিভাগীয় পরিচালকবৃন্দ এবং দেশের ৬৪ জেলার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।