ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকেই ‘ট্রাম্প কার্ড’ ভাবছেন জেলেনস্কি
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘শক্তিশালী’ বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আশা প্রকাশ করে জেলেনস্কি বলেছেন, ট্রাম্প রাশিয়াকে শান্তি আলোচনায় বসতে বাধ্য করতে এবং ইউক্রেনে যুদ্ধের অবসান ঘটাতে পারবেন।
মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে তিন ঘণ্টার আলাপচারিতায় জেলেনস্কি বলেন, ইউরোপীয় দেশগুলোর সমর্থনে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের পথ উন্মুক্ত করে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ট্রাম্প।
নববর্ষ উপলক্ষে কিয়েভে দেওয়া সাক্ষাৎকারটি অনুবাদ করে প্রকাশ করা হয়েছে। এতে জেলেনস্কি বলেছেন, ‘ট্রাম্প ও আমি একটি চুক্তিতে আসব এবং…ইউরোপের সঙ্গে একত্রে শক্তিশালী নিরাপত্তার নিশ্চয়তা দেব। এরপর আমরা রুশদের সঙ্গে কথা বলতে পারি।’
নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প বলেছিলেন, তিনি ক্ষমতায় যাওয়ার পরপরই ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করবেন। যদিও সেটি কীভাবে করবেন, তা বলেননি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের অধীন ইউক্রেনকে দেওয়া ব্যাপক সামরিক সহায়তার তীব্র সমালোচনাও করেছেন ট্রাম্প। পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা অব্যাহত রাখার বিষয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
তবে জেলেনস্কি ট্রাম্প ও তাঁর উপদেষ্টা ইলন মাস্কের প্রশংসায় পঞ্চমুখ। তিনি পরামর্শ দিয়েছেন, প্রতিবেশী রাশিয়ার আক্রমণকে অন্তত স্থগিত করার জন্য প্রয়োজনীয় ক্ষমতা আছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের।
আপনার মতামত লিখুন