পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫’ (বিআইএফএফ)

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২৩ অপরাহ্ণ
পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫’ (বিআইএফএফ)

আগামী ২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে পঞ্চম বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (বিআইএফএফ)। এই বছরের উৎসবটি অনুষ্ঠিত হবে মধুবন সিনেপ্লেক্স ও জেলা শিল্পকলা একাডেমিতে, এবং শেষ হবে ২২ ফেব্রুয়ারি। পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এই উৎসবে বিশ্বের ৩৩ দেশের মোট ৯৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে, যা গতবারের আয়োজনের দ্বিগুণ।

উৎসবে ৭টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচন করবেন দেশের ও বিদেশের স্বনামধন্য দশজন চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী, লেখক, সাংবাদিক ও চলচ্চিত্র প্রকৌশলী। দেশের মধ্যে রয়েছেন চলচ্চিত্র সাউন্ড ডিজাইনার নাহিদ মাসুদ, অভিনেত্রী কাজী নওসাবা আহম্মেদ, চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম, গীতিকার ও সাংবাদিক মাহমুদ মানজুর, এবং আরো অনেকে। বিদেশি জুরি হিসেবে অংশগ্রহণ করবেন মিশর, ভারত এবং অন্যান্য দেশের চলচ্চিত্র নির্মাতারা।

এছাড়া উৎসবে চারটি চলচ্চিত্র বিষয়ক সেমিনার ও মাস্টার ক্লাস অনুষ্ঠিত হবে, যেখানে অংশগ্রহণ করবেন ৬ দেশের ৪৫ জন চলচ্চিত্র নির্মাতা ও কলাকুশলী।